অদ্য ০৫ জুন, ২০২৩ খ্রি: তারিখে স্রেডা কর্তৃক “Net Metering Rooftop Solar in Bangladesh” শীর্ষক কর্মশালা American International University Bangladesh (AIUB), ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্রেডার মাননীয় চেয়ারম্যান (গ্রেড-১), মিজ মুনীরা সুলতানা, এনডিসি। কর্মশালার সভাপতিত্ব করেন উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নেট মিটারিং রুফটপ সোলার নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন জনাব কে এম আলী আযম, উপ পরিচালক (সোলার) এবং জনাব মোঃ রাশেদুল আলম, সহকারী পরিচালক (সোলার)। বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় উক্ত কর্মশালায় নেট মিটারিং এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও স্রেডার সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, জনাব খোন্দকার মোঃ আব্দুল হাই,পিএইচডি 'সহ AIUB বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
চিত্র-১: স্রেডার চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য প্রদান .jpeg
চিত্র-২: AIUB Pro Vice-Chancellor -এর বক্তব্য প্রদান
চিত্র-৩: স্রেডার সদস্য (নবায়নযোগ্য জ্বালানি) এর বক্তব্য প্রদান
চিত্র-৪: নেট মিটারিং সম্পর্কিত প্রেজেন্টেশন প্রদান
চিত্র-৫: নেট মিটারিং সম্পর্কিত প্রেজেন্টেশন প্রদান
চিত্র-৬: কর্মশালায় আমন্ত্রিত অথিতিবৃন্দ
চিত্র-৭: প্রশ্নোত্তর পর্ব
চিত্র-৮: প্রশ্নোত্তর পর্ব
প্রোগ্রাম সিডিউল